লিংকন দেব সূর্য || মৌলভীবাজার ||
হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির অহংকার তুমি বাংলার মুজিবুর রহমান।।
কীর্তিমান বাঙালি তুমি মহাবিশ্বের মহাকাশে উদিত নক্ষত্রের নাম তুমি মুজিবুর রহমান।।
কখনো যাবে না তোমাকে মুছা বাংলাদেশ আর বাংলায়, তুমি থাকবে তুমি ছিলে সোনার বাংলায় তুমি মুজিবুর রহমান। নরপশুদের হাতে তোমাকে হতে হয়েছে বলি, তাঁরাও জানেনা তুমিই পেয়েছিলে জান্নাতেরই চাবি।
তোমার আত্মার হয়নি মৃত্যু রয়ে গেছে বাংলায়, বাংলার আকাশে আঁকা ছবি শুধুই তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাকে হত্যা করে বাংলাকে যারা করেছে কলংকিত তাদের ও বিচার হবে হাশরের ময়দানে অনুষ্ঠিতন।।
বাঙালি জাতির ইতিহাসের এক কলঙ্কময় দিন ১৫ ই অগাস্ট মহান নেতার শোকের ছাঁয়ার দিন,
জাতি কখনও ভুলতে পারবে না।।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন