মৌলভীবাজার প্রতিনিধি ।।
মৌলভীবাজার সদর উপজেলার সরাবপুর গ্রাম হতে জুয়া খেলা অবস্থায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। অদ্য ১৫ আগষ্ট ( রবিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম, এএসআই মোঃ ইসমাইল, ও এএসআই মোশাহিদ কামাল ও সঙ্গীয় ফোর্স সহ মনুমুখ ইউপির পূর্ব সরাবপুর গ্রাম থেকে আকল মিয়ার বসত ঘর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জুনেদ মিয়া (৪৫), সুফুল মিয়া (৫৫), জিতু মিয়া (৩২), আক্কল মিয়া (২৩), ফজলু মিয়া (২৫),ও খালিছ মিয়া(৪৫), সর্ব সাং-সরাবপুর, থানা ও জেলা-মৌলভীবাজার। তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও জুয়া খেলায় ব্যবহৃত ২৪৩০/-(দুই হাজার চারশত ত্রিশ ) টাকা উদ্ধার করা হয়। এস আই ইফতেখার ইসলাম বলেন- জুয়া খেলা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন