বার্সেলোনা কাতালোনিয়া আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বার্সেলোনা থেকে: ইকবাল বকশী

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে ১৫/০৮/২০২১ ইংরেজি রোজ রবিবার, স্পেন কাতালুনিয়া বার্সেলোনা আওয়ামী লীগের আহবায়ক কমিটির উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাতালুনিয়া বার্সেলোনা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেব আল মামুন লাবুর সভাপতিত্বে এবং কাতালুনিয়া বার্সেলোনা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য ইকবাল বকশীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন স্পেনআওয়ামী লীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ দুলাল, স্পেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং কাতালুনিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খাদিজা আক্তার মনিকা, কাতালুনিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং কাতালোনিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মির্জা সালাম, গ্রীন ক্রিসেন্ট সোসাইটি স্পেন শাখার সভাপতি এবং কাতালোনিয়া আওয়ামী লীগ নেতা সুবহান মিয়া, আওয়ামী লীগ নেতা এলাইচ মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার, স্পেন আওয়ামী লীগের অন্যতম সদস্য নাজমা জামাল, কাতালুনিয়া আওয়ামী লীগের আহবায়ক সদস্য রহমান সাহাব, আহবায়ক সদস্য শিহাব মিয়া, আহবায়ক সদস্য রুবেল হোসেন, আওয়ামী লীগ নেতা মজনু মিয়া, হাবিবুর রহমান, মুজিবুর রহমান সহ আরো অনেকে। সপরিবারে বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্ট এ নিহত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেনহাফেজ ক্বারী আমীর হোসাইন। বক্তারা তাদের বক্তব্যে ১৫আগস্ট এর তাৎপর্য তুলে ধরেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতাবিরোধী শক্তি এবং দেশ ও আন্তর্জাতিক কুচক্রী মহল বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এবং স্বাধীনতা-সার্বভৌমত্বকে ধ্বংস করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করাই ছিল তাদের লক্ষ্য। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা ভাগ্যক্রমে প্রবাসে থাকার জন্য ঐদিন নিশংস হত্যাকাণ্ড থেকে বেঁচে গিয়েছিলেন। অবিলম্বে যেসব খুনিদের এখনো ফাঁসি দেওয়া হয়নি, যারা বিদেশে বিভিন্ন দেশে যারা অবস্থান করতেছে তাদেরকে দেশে নিয়ে ফাঁসি কার্যকর করার জন্য সভায় জোর দাবি জানানো হয়‌। অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ থেকে কাতালুনিয়া বার্সেলোনা আওয়ামী লীগের আহবায়ক জনাব নূরে জামাল খোকন টেলিকনফারেন্সের মাধ্যমে উনার বক্তব্য প্রদান করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন