বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরু বিকেলে

জিবি নিউজ 24 ডেস্ক //

কদিন আগেই নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও সে সময় ম্যাচ শুরুর সময় জানাননি তারা। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, 'এখন পর্যন্ত আমাদের যে পরিকল্পনা রয়েছে...যেহেতু নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের সময়ের একটি ব্যবধান রয়েছে এবং নিউজিল্যান্ডের দর্শকদের একটা ব্যাপার রয়েছে। সবকিছু বিবেচনা করে আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি। সম্ভবত ৪টার দিকে আমাদের খেলা শুরু করার পরিকল্পনা রয়েছে।'

 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড। ঢাকায় পা রেখেই কোয়ারেন্টাইনে থাকবেন নিউজিল্যান্ড। এরপর ২৯ আগস্ট বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে কিউইরা। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। একদিন বিরতি দিয়ে ৩ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ মাঠে গড়াবে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি:

প্রস্তুতি ম্যাচ - ২৯ আগস্ট, বিকেএসপি

১ম টি-টোয়েন্টি - ১ সেপ্টেম্বর, মিরপুর

২য় টি-টোয়েন্টি - ৩ সেপ্টেম্বর, মিরপুর

৩য় টি-টোয়েন্টি - ৫ সেপ্টেম্বর, মিরপুর

৪র্থ টি-টোয়েন্টি - ৮ সেপ্টেম্বর, মিরপুর

৫ম টি-টোয়েন্টি - ১০ সেপ্টেম্বর, মিরপুর

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন