লর্ডস টেস্টে হারের কারণ জানালেন ইংল্যান্ড অধিনায়ক

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

পরিকল্পনায় ভুল ছিলো। ক্যাপ্টেন হিসেবে তার এই কৌশলগত ভুলের মাশুল দিতে হয়েছে দলকে। লর্ডস টেস্টে হারের পর দায় স্বীকার করে নিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

পঞ্চম দিনের খেলা শুরুর আগে পর্যন্ত ম্যাচ জয়ের বিষয়ে ফেবারিট ছিলো ইংল্যান্ড। সেখান থেকে শামি-বুমরাহর ৮৯ রানের পার্টনারশিপটাই রুটদের হিসাবে গোলমাল করে দেয়।

 

ব্রিটিশ দলনায়ক টিম ইন্ডিয়ার দুই টেল এন্ডারকে কৃতিত্ব দিলেও মেনে নিলেন যে, তাদের ফিল্ডিং সাজানো এবং স্টাম্পের বাইরে বোলিং করার পরিকল্পনা মোটেও সঠিক ছিলো না।

রুট বলেন, ক্যাপ্টেন হিসেবে (হারের) দায় বর্তায় আমার কাঁধেই। আমরা আরো একটু অন্যভাবে পরিকল্পনা করতে পারতাম। সন্দেহ নেই শামি-বুমরাহর পার্টনারশিপটা ম্যাচের ফলাফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমি মনে করি না যে এক্ষেত্রে আমরা কৌশলগতভাবে সঠিক ছিলাম।

ব্রিটিশ দলনায়ক আরো খোলসা করে বলেন, ওই পার্টনারশিপটাই আমাদের কাজ কঠিন করে তোলে। আমাদের ফিল্ডিং সাজানো এবং বোলিংয়ের কিছু পরিকল্পনা সঠিক ছিলো না। আমরা আরো বেশি করে স্টাম্পে আক্রমণ করতে পারতাম এবং শর্ট বলকে হঠাৎ করে চমকে দেওয়ার মতো ব্যবহার করা যেতো।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন