জিবি নিউজ 24 ডেস্ক //
মাদককে নিরুৎসাহিত করার জন্য চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্টের পাশাপাশি বছরে একবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই পরীক্ষায় আওতায় আনা হবে। যারা এ ডোপ টেস্টে পজিটিভ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, 'মাদককে নিরুৎসায়িত করার জন্য চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্ট এবং বছরে করা হবে- এ নিয়ে অনেক ধরনের প্রপোজাল আসছে, এটাও ক্যাবিনেট সচিব জানিয়ে দেবেন।
মন্ত্রী বলেন, শিক্ষা-প্রতিষ্ঠানও এই আওতায় থাকবে। যারা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, যারা ইউনিভার্সিটি-কলেজে এডমিশন নিবেন, শিক্ষক এমনকি নতুন শিক্ষক সবাই এ ডোপ টেস্টের আওতায় আসবেন। আমরা এ ধরনের একটি আলোচনা করেছি।
কবে থেকে এটি বাস্তবায়ন করা হবে-জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানাবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন