সম্রাটের প্রিজন সেলের বাইরে যাওয়ার সুযোগ নেই: আইজি প্রিজন্স

জিবি নিউজ 24 ডেস্ক //

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বর্তমানে সিসিইউতে আছেন। ইতোপূর্বে তার ওপেন হার্ট সার্জারির কারণে বর্তমানে অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছেন। তার উন্নত চিকিৎসা চলছে। বিএসএমএমইউ’এর চিকিৎসকদের সূত্র জানায়, শুরু থেকে তার শরীরের অবস্থা ভালো না। ক্রমেই অবনতি হচ্ছে।

পাশাপাশি সম্রাট কোথায় আছে না আছে এনিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিলো তা নিয়ে মুখ খুললেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। তিনি বলেন, ঘটনা কিছুই না। তারা কীসের ভিত্তিতে এটা বলেছে আমার জানা নেই। আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে সম্রাটের হাসপাতালের প্রিজন সেলে আছেন।

 

তিনি আরো বলেন, আমি বিএসএমএমইউ’র উপাচার্যের সঙ্গে কথা বলেছি। তার তাৎক্ষণিকভাবে যতটুকু জানা ছিল, তিনি ততটুকুই বলেছেন।

আইজি প্রিজন্স বলেন, মঙ্গলবার বিএসএমএমইউতে এসেছিলাম। সম্রাট গ্রেফতার পরবর্তী শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এখানে আনা হয়। তারপর থেকে হৃদরোগ ও বিএসএমএমইউতেই আছেন। বর্তমানে সিসিইউতে আছেন। মাঝে যে ২৪৪ দিনের কথা বলা হয়েছে তখন সম্রাট এখানেই ছিলেন। বিভিন্ন ইউনিটে, ওয়ার্ডে, কেবিনে ভর্তি ছিলেন।

আইজি প্রিজন্স আরো জানান, কারা অধিদফতর ও পুলিশ পাহারায় হাসপাতালের ভেতরেই ছিলেন। এখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

কারা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী সম্রাট ২০১৯ সালের অক্টোবরে ৫ দিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে, একই বছরের নভেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাস ১৯ দিন বিএসএমএমইউ, সেখান থেকে ১৫ দিনের জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল থেকে ১১ দিনের জন্য বিএসএমএমইউতে।

এরপরে সেখান থেকে ৬ দিনের জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে যান। সর্বশেষ ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে তিনি বিএসএমএমইউতেই ভর্তি আছেন।

এদিকে সম্রাটের উধাও হওয়ার সংবাদে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। কারাগার জানায়, সম্রাট বিএসএমএমইউতে ছিল। এ বিষয়ে প্রতি ১৫ দিন পর পরপর হাসপাতালের সঙ্গে কারাগারের কথা হয়েছে। এছাড়া হাসপাতালে কারারক্ষী, শাহবাগ থানা পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা থাকেন। কোনোভাবেই হাসপাতালের বাইরে যাওয়ার সুযোগ নেই।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন