-মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে-ইলেক্টোরাল কলেজে এধরনের জয়ের সম্ভাবনার পূর্বাভাস ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের পক্ষেই বলছে ফাইভ থারটি এইট। এ পূর্বাভাস তৈরি করা হয়েছে সর্বশেষ ৭ সেপ্টেম্বরের জরিপ ফলাফলের ওপর ভিত্তি করে। বলা হচ্ছে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে বাইডেন পাবেন ৩৩৪টি। ব্লুমবার্গ এই মডেল জরিপে বলা হচ্ছে ট্রাম্পের জয়ের সম্ভাবনা রয়েছে ২৮.৪ শতাংশ। এও বলা হচ্ছে ট্রাম্প পপুলার ভোট পেতে পারেন ১৫.৯ শতাংশ। কিন্তু পপুলার ভোটে বাইডেনের পাল্লা ভারী রেখে দেখানো হয়েছে তার পক্ষে পড়তে পারে ৮৪.১ শতাংশ ভোট। গত ৬ সেপ্টেম্বরের পূর্বাভাস নড়চড় হয়নি গড় জাতীয় ভোটদানে গড়ের হারে। এক্ষেত্রে ট্রাম্পের পক্ষে ভোট পড়ার সম্ভাবনা ৪২.৯ শতাংশ। আর বাইডেনের পক্ষে বলা হচ্ছে ৫০.৬ শতাংশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন