জিবি নিউজ 24 ডেস্ক //
করোনা পরিস্থিতির মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের ‘বেল বটম’ সিনেমা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিনেমাটি কতটুকু দর্শক টানতে পারবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। বক্স অফিস আয় নিয়ে দ্বিধায় বিশ্লেষকরা।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) মুক্তি পাওয়া সিনেমা প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘এখন চাপটা সবার ওপরই। তবে আমার বিশ্বাস সবকিছু ঠিকভাবেই হবে। চ্যালেঞ্জ ও ঝুঁকি আছে। কিন্তু জীবনে ঝুঁকি না নিলে আর কী করলেন? এই পথচলায় আমার প্রযোজকও ঝুঁকি নিয়েছেন এবং এভাবেই আমরা আগাচ্ছি। যদি সিনেমাটি ৩০ কোটি রুপি আয় করে, এটি ১০০ কোটি রুপির সমান।’
‘বেল বটম’ সিনেমাটি পরিচালনা করেছেন রণজিত এম তিওয়ারি। এতে অক্ষয়কে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় দেখা যাবে। সিনেমায় এই অভিনেতার সঙ্গে রোমান্স করবেন বাণী কাপুর। সিনেমাটিতে আরো আছেন— লারা দত্ত, হুমা কুরেশি, জ্যাকি ভগনানি প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন