জিবি নিউজ 24 ডেস্ক //
মাস্ক না পরায় এক ব্রিটিশ নাগরিককে ৬ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। সিএনএনের খবরে বলা হয়েছে,ওই ব্যক্তি বারবার করোনা বিধি ভঙ্গ করায় সিঙ্গাপুরের আদালত তাকে এই শাস্তি দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম বেনজামিন গ্লিন (৪০)। গত মে মাসে সিঙ্গাপুরে ট্রেনে চড়াকালীন তিনি মাস্ক পরেননি। এরপর জুলাইয়ে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়।
বুধবার আদালত তাকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগগুলো-জনসম্মুখে কাণ্ডজ্ঞানী আচরণ করা এবং সরকারি কর্মচারীদেরকে হুমকি প্রদান করা।
এর আগে এক মন্তব্যের জেরে সিঙ্গাপুরের আদালত বেনজামিন গ্লিনকে মানসিক সমস্যার পরামর্শ গ্রহণের আহ্বান জানান।
বুধবার গ্লিন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে বিধিবহির্ভূত উল্লেখ করে আদালতের কাছে অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানান। তিনি যুক্তরাজ্যে ফিরবার জন্য পাসপোর্ট ফেরত চান।
আদালতের বিচারক তাকে ‘সিঙ্গাপুরে তিনি আইনের বাইরে নন’ বলে মন্তব্য করেন।
এশিয়ার ব্যবসায়িক হাব সিঙ্গাপুর কট্টর বিধিনিষেধ পালনের জন্য সুপরিচিত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন