জিবি নিউজ 24 ডেস্ক //
রাষ্ট্রীয় তহবিল থেকে এক পয়সাও নয় বরং এক কাপড়ে দেশ ছেড়েছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বলেন, তার বিরুদ্ধে অর্থ চুরির অভিযোগ ভিত্তিহীন। পরিস্থিতির কারণে এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তিনি।
বুধবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব দাবি করেন আশরাফ গনি।
লাইভে তিনি ফের বলেন, তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। তালেবানের কাবুল দখলের পর রক্তপাত এড়াতে এটাই ছিল একমাত্র পথ।
এর আগে রোববার আফগানিস্তান ছাড়ার পর দেয়া এক ফেসবুক স্ট্যাটাসেও একই দাবি করেন তিনি।
ওই সময়ই অভিযোগ ওঠে, তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে লাখ লাখ ডলার চুরি করে পালিয়েছেন। তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত এই অভিযোগ করেন। এই বিষয়টিও নাকচ করে দেন গনি।
পাশাপাশি জানান, তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।
এই বার্তায় তিনি আফগান নিরাপত্তা বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, ‘শান্তি প্রক্রিয়ার ব্যর্থতার কারণে’ তালেবান ক্ষমতা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে।
এই বার্তায় তিনি তার বিরুদ্ধে ১৬ কোটি ৯০ লাখ ডলার চুরি করার অভিযোগও নাকচ করে দেন। তিনি দাবি করেন, ‘পরনের একজোড়া কাপড়, একটা ভেস্ট আর পায়ে স্যান্ডেল গলিয়েই দেশ ছাড়তে বাধ্য হই আমি।’
তিনি বলেন, ‘অর্থসংক্রান্ত যে অভিযোগ শোনা যাচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন।’
গত রোববার কাবুলের দিকে তালেবান এগোতে শুরু করলে আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান গনি। প্রথমে তিনি তাজিকিস্তানে যান। সেখানে গনির বিমানকে নামতে দেয়া হয়নি। এরপর তিনি ওমান যান বলে গণমাধ্যমে খবর আসে। তবে বুধবার নিশ্চিত হওয়া যায়, তিনি সংযুক্ত আরব আমিরাতে গেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন