গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে নেতা কর্মীদের পদত্যাগের হিড়িক। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান দল ত্যাগের পর গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের অনেক ত্যাগী নেতা কর্মীরা নিজেদের ফেসবুকের টাইম লাইনে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করছেন। গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহমদ চৌধুরী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আবুল কালাম, সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম রেজা গত বুধবার (১৮ আগস্ট) রাতে স্বেচ্ছাসেবক দলের সকল পদ পদবী থেকে পদত্যাগ করেন।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আবুল কালাম সত্যত্বা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আমরা নিজেদের ফেসবুক টাইম লাইনে স্ট্যাটাস দিয়ে স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক দলের সকল পদ পদবী থেকে পদত্যাগ করেছি। এখন আমরা সবাই এক সাথে গনমাধ্যমকে জানিয়ে আনুষ্ঠানিক ভাবে স্বেচ্ছাসেবক দলের সকল পদ পদবী থেকে পদত্যাগ করলাম।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন