আগামী ২৭ আগস্ট মুক্তি পাচ্ছে নিল মিয়ার নতুন গান " DIRECT ACTION"

জিবি নিউজ২৪ ||

 সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মীত সিলেটি র‍্যাপ সং DIRECT ACTION নামক  সিলেটি গানের মিউজিক ভিডিও শুভ মুক্তি পাচ্ছে আগামী ২৭ আগস্ট ২০২১ইং, Nil Miah অফিসিয়াল ইউটিউভ চ্যানেলের পর্দায়।
গানটিতে Nil Miah নিজেই সুর করেছেন, গানের কথাও উনার নিজের লিখা।
Nil Miah আমেরিকা প্রবাসী,তাই সম্পূর্ণ গানটি আমেরিকাতেই করা।
Nil Miah ওরফে ফেন্সিবয়,টিকটক এবং ফেইসবুকে একটি ভাইরাল নাম, তিনি সিলেট জেলার গোপালগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। ছোট বেলা থেকেই তিনি গান অনেক পছন্দ করেন " এবং দেশ কে ভালোবাসেন, বিশেষ করে নিজের জন্মস্থান সিলেট কে। তাই প্রবাসে থেকেই সিলেটি ভাষা কে প্রধান্য দিয়ে আসছেন অনেক আগে থেকেই।

উল্ল্যেখ্যঃ গত জুলাই মাসের ১৫ তারিখে Nil Miah এর "রেমিট্যান্স ফাইটার নামক একটি গানের মিউজিক ভিডিও মুক্তি পেয়েছিলো তার অফিসিয়াল ইউটিউভ চ্যানেলে যা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে।
আর এক মাস পরপরই আরেকটি সিলেটি র‍্যাপ গানের মিউজিক ভিডিও তিনি নিয়ে আসছেন চলতি মাসের ২৪ (আগস্ট)

তারিখে।

এছাড়াও গানটি উপভোগ করতে পারবেনজিবি টিভি ইউটিউবে (https://www.youtube.com/channel/UCKUnwTPwUa2XLg-fVBcZ3pw… )
 ও জিবি টিভি ফেসবুকে (https://www.facebook.com/GBTVOnlines/)   আগামী ২৪ আগস্ট তারিখে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন