জিবি নিউজ 24 ডেস্ক //
টালিউডের তারকা অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। শৈশবে একবার তাকে মৃত ভেবে শ্মশানে ফেলে রেখেছিলো গ্রামবাসী। সম্প্রতি একটি টক শো’তে এমনটিই জানিয়েছেন তিনি।
শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় সেই শো’তে দেব জানিয়েছেন, খুব ছোটবেলায় গাজনের মেলা দেখতে মু্ম্বাই থেকে মামার বাড়ি গিয়েছিলেন তিনি। সবার সঙ্গে হৈ চৈ করতে করতে গ্রামের মেলায় যান। সেখানে কেউ তাকে এমন কিছু খাইয়ে দিয়েছিল, যা খাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন দেব। টানা একদিন তার জ্ঞান ফেরেনি। ওই গ্রামবাসীরা ভেবেছিল, দেব মারা গেছে। নির্দিষ্ট সময় পরে তারা সবাই দেবকে নিয়ে শ্মশানে ফেলে রেখে আসে।
তিনি আরো জানান, নিখোঁজ হওয়ার পর তার নানী-মামারা তাকে সব জায়গায় খুঁজতে শুরু করেন। এদিকে শ্মশানে ফেলে রেখে যাওয়ার একদিন পর জ্ঞান ফেরে তার। অবশেষে দেবকে খুঁজে পান তার আত্মীয়রা। সে সময় তার নানী মানত করেছিলেন, নাতিকে খুঁজে পেলে বড় হওয়ার পর দেবকে দিয়ে তিনি গাজনের সন্ন্যাস পালন করাবেন। তার সেই মানত রাখতে, মাধ্যমিক পরীক্ষা দেয়ার পরে আবারও গ্রামে গিয়েছিলেন দেব। এক সপ্তাহের জন্য তিনি ‘ভক্তা’ বা গাজনের সন্ন্যাসী হয়েছিলেন। অন্যান্য সন্ন্যাসীদের মতো তখন তিনিও মন্দিরে থাকতেন। পালন করতে সন্ন্যাসীদের সব আচার।
সেদিন সেই টক শো’তে দেবের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। প্রেমিকের জীবনের এমন ঘটনা শুনে শিউরে ওঠেন তিনি। সঞ্চালক শাশ্বত চ্যাটার্জিও কথা বলতে ভুলে গিয়েছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন