জিবিনিউজ24ডেস্ক//
গত কয়েকদি ধরেই বিতর্কের শিরোনামে অভিনেত্রী কঙ্গনা রানাউত। এরই মধ্যে মুম্বাই ফিরছেন তিনি। এদিকে, বুধবারই (৯ সেপ্টেম্বর) মুম্বাইতে কঙ্গনার অফিস ভেঙে দেওয়ার কাজ শুরু করেছে বিএমসি।
অবৈধ নির্মাণের অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে কঙ্গনাকে।
কঙ্গনা ইস্যুতে শিব সেনার সঙ্গে কেন্দ্রের সংঘাত চলছে। সম্প্রতি তাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। ১১ জন সিআরপিএফ সর্বক্ষণ তার নিরাপত্তায় মোতায়েন থাকবে।
হিমাচল প্রদেশের বাড়িতে তিনি এতদিন ছিলেন। আর সেখান থেকেই বিতর্কে জড়ান। তিনি বলেছিলেন, মুম্বাই এখন অধিকৃত কাশ্মীরের মতো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন