‘দেবদাস ও একটি খুনের গল্প’। মুখ্য চরিত্রে দেখা যাবে রাইমাকে

gbn

  জিবিনিউজ24ডেস্ক//

এবার নতুন ভঙ্গিতে হাজির হচ্ছেন টালিউড অভিনেত্রী রাইমা সেন। ওয়েব সিরিজ ‘দেবদাস’র অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে নেটদুনিয়ার এ হট সেনসেশনকে।

ইতোমধ্যে রাইমা মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি বা মা মুনমুন সেনের কন্যা হিসেবে নয়, টালিউডে সম্পূর্ণ নিজের পরিচিতিতে প্রথম সারিতে নিজের জায়গা দখল করে নিয়েছেন।

 

সিনেমার সঙ্গে ওয়েবসিরিজের কোনো মিল নেই। রয়েছে ভিন্ন এক রহস্যের গন্ধ। রহস্যে মোড়া ‘দেবদাস’তে আর কী কী চমক রয়েছে, জেনে নিন বিশদে।

পরিচালক দেবালয় ভট্টাচার্যর পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ওয়েবসিরিজ ‘দেবদাস ও একটি খুনের গল্প’। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রাইমাকে। সিনেমার সঙ্গে ওয়েবসিরিজে রয়েছে বিস্তর ফারাক। একবারে নয়া ফরম্যাটে আসতে চলেছে এই ওয়েব সিরিজ।

ওয়েব সিরিজে নামের মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্যের গন্ধ। প্রেম, রোমাঞ্চ-রহস্যে পরিপূর্ণ এই সিরিজ।

দেবদাসের চরিত্রে দেখা যাবে টালি অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। এবং পারো অর্থাৎ পার্বতীর চরিত্রে দেখা যাবে বাঙালি সেক্সবম্ব মধুমিতা সরকারকে। রহস্যজনক এই দেবদাস সিরিজে চন্দ্রমুখীর ভূমিকায় দেখা যাবে রাইমা সেনকে।

রহস্যজনক খুনের গল্প নিয়েই এগোবে ওয়েব সিরিজের গল্প। বইয়েরর পাতার সঙ্গে পুরোটাই আলাদা এই ওয়েবসিরিজ। এই দেবদাসের মধ্যেই রয়েছে নতুন চমক। যার কিনা মদ্যপানে আসক্তি নেই, তবে আসক্তি রয়েছে অন্য নেশায়। আর সেখানেই লুকিয়ে রহস্য।

কলকাতাতেই হবে ওয়েবের শুটিং। এছাড়া ডুয়ার্সেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আগামী মাসেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে আউটডোরে কতটা শুটিং করা সম্ভব হবে, তা নিয়ে চিন্তা রয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন