পেরুতে স্কুল খোলার দাবিতে আন্দোলনে অভিভাবকরা

জিবি নিউজ 24 ডেস্ক //

পেরুর রাজধানী লিমায় স্কুল খোলার দাবিতে রাস্তায় নামেন শত শত অভিভাবক। করোনার কারণে ২০১৯ সালের ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। দেড় বছর ধরে শিশুরা সরাসরি ক্লাসে অংশ নেওয়া থেকে বিরত রয়েছে, আর তাই স্কুল খোলার দাবি তাদের।

স্কুল খোলার দাবিতে একটি সংগঠনও গঠন করা হয় গত মার্চে। সংগঠনটির প্রধান মিলাগরোস সেইন্জ বলেন, আমাদের দেশের মানুষ ভুলেই গেছে শিক্ষা কি জিনিস। সরকারের স্কুল খোলার কোনো পরিকল্পনাও নেই বলে অভিযোগ করেন তিনি।

 

২০২০ সালের মার্চের দিকে পেরুতে করোনা ভয়াবহ রুপ ধারণ করে যখন স্কুল কেবল পুরোদমে শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সব স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দেন সেসময়।

১৭ মাস পর শুধু পাঁচ হাজার ৩৫০টি স্কুল সরাসরি ক্লাস নেওয়ার অনুমতি পেয়েছে ২ লাখ ২০ হাজার শিক্ষার্থীর জন্যে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী, ৮০ লাখ স্কুল শিক্ষার্থী রয়েছে দেশটিতে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন