“বাংলাদেশি পর্তুগিজ সোসাইটি ইউকের বার্ষিক আনন্দ ভ্রমণ”

সোহাগ: ইংল্যান্ডের জনপ্রিয় সমুদ্র সৈকত বর্নমাউথে অনুষ্ঠিত হয়, বাংলাদেশি পর্তুগিজ সোসাইটি ইউকের বার্ষিক আনন্দ ভ্রমণ।  দীর্ঘ দুই বছরের করোনা তাণ্ডবের পর ভ্রমনটিতে মানুষের অংশ গ্রহণের জোয়ার দেখে, স্থানীয় ব্রিটিশ সহ অন্যান্য জাতি-গোষ্ঠীর মানুষেরা স্তম্ভিত হয়ে যায়। কারণ সাড়ে ৫০০ মানুষের বহর নিয়ে দশটি  বাস যোগে ভ্রমন করতে যাওয়া ইংল্যান্ডের মত উন্নত দেশগুলোতে দেখা যায় না। বিগত  ৩৫ বছর ইংল্যান্ডে অবস্থানকারী সাংবাদিক ফজলুল হক বলেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে তিনি কাজ করছেন প্রায় ২৫ বছর। শতাধিক পিকনিকের নিউজ কভার করেছেন তিনি। কিন্তু এত বিশাল এবং সুশৃংখল ভাবে  ভ্রমনের নিউজ কভার করার অভিজ্ঞতা তার এটাই প্রথম। ঠিক একই রকম অভিজ্ঞতা বর্ণনা করেন ইংল্যান্ড বসবাসরত কমিউনিটি নেতা জনাব, মোতাহের হোসেন লিটন।

এদিকে  আনন্দ ভ্রমণের মিডিয়া পাটনার যুক্তরাজ্যের জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল আই অন  টিভির সিইও এবং ডিরেক্টর আতাউল্লা ফারুক বলেন, বাংলাদেশি পর্তুগিজ সোসাইটি ইউকে আয়োজিত আনন্দ ভ্রমণটি বাংলাদেশী কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে , যা সত্যি ভবিষ্যৎ বাংলাদেশি প্রজন্মের জন্য  আশার সঞ্চার করে  ।  অনুষ্ঠানটি কে সাফল্যমন্ডিত করার জন্য তিনি,  সংগঠনের নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান, এবং আগামীতেও আই অন  টিভি পর্তুগিজ বাংলাদেশি সোসাইটি সহ সকল বাংলাদেশি সংগঠনের পাশে রয়েছে বলে জানান  । 
18 ই আগস্ট  ২০২১ রোজ বুধবার সকাল ৯.৩০ মিনিটে ইস্ট লন্ডনের আপটন পার্ক এবং হোয়াইট চ্যাপেল থেকে একযোগে রওনা হয় 10 টি বাস, যাত্রাকালে বাসের ভেতর জম্পেশ আড্ডায় মেতে ওঠেন যাত্রীরা গান,, কৌতুক, আবৃত্তিসহ নানাবিধ অভিজ্ঞতার বর্ণনা দিতে দিতে এক সময় মাঝপথে  পথে যাত্রা বিরতিতে সকালের নাস্তা পরিবেশন করা হয়। দুপুর ১.৩০ মিনিটে গন্তব্যে পৌঁছে এক এক করে দশটি বাসের বিশাল বহর, বাস থেকে নেমে শুরু হয়  প্রতীক্ষিত সমুদ্র স্নানের পালা সমুদ্রে স্নানের পর সৈকতের পাশে অস্থায়ী স্টেজ  নির্মাণ করে  পরিবেশন করা হয় দুপুরের খাওয়া এরপর বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে পাঁচ দশ বছরের ছোট মনিরা, ১১ -১৮ বছরের আকর্ষণীয় দৌড় প্রতিযোগিতাটি   ছিল অনেক প্রতিযোগিতামূলক। মহিলাদের বালিশ খেলা, অন্ধের হাড়িভাঙ্গা সহ বিভিন্ন ইভেন্ট সময় স্বল্পতার
কারণে শেষ করা যায়নি তবে প্রতিযোগিতার উপহারগুলো লটারির মধ্যে বিতরণ করা হয়।
রাব্বির এন্ড কোম্পানি একাউন্টেন্ট লিঃ, এয়ারট্রিপ ট্রাভেলস লিঃ, ক্যাপে মুন, ইকরা প্রপাটিজ এর সৌজন্যে প্রতিটি যাত্রী পরিবারকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।   আনন্দ ভ্রমনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট রাফেল ড্র আয়োজন করা হয় টি এন্ড টি ( T N T) কনসালটিং লিঃ ইউকের সৌজন্যে, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর জনাব ইপতি আহমেদ এবং সহযোগী মিঃ র্চালি ( charlie) উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ল্যাপটপ, স্মার্ট টিভি, স্মার্ট ফোন সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেন।
সংগঠনের উপদেষ্টা হুমায়ন কবির জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলাধুলা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন "বাংলাদেশি পর্তুগিজ সোসাইটি ইউকে"র সভাপতি - নুর মোহাম্মদ কচি।
সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব,  জাকির হোসাইন , উপদেষ্টা জনাব, আবুল বাশার, সিনিয়র সহ- সভাপতি জনাব, শাহাদাৎ হোসেন,সহ সভাপতি জনাব, শরীফ আহমেদ, জনাব,  সরদার আহমেদ রায়হান,মঞ্জু সরকার,সহ-সাধারণ সম্পাদক, জনাব  নজরুল সুমন, হাবিব উজ্জল,সংগঠনিক সম্পাদক জনাব, ইঞ্জিনিয়ার নাসির আহমেদ।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের নেতা
হাবিবুল বাশার তানভীর,কামাল পাঠান,তৌকির আহমেদ,আব্দুর রহিম, শফিকুর রহমান সফু, হাফেজ সুমন, ইমতিয়াজ বুলবুল,টাইগার মাসুদ, ফারুক আহমেদ, রাহি মুসাফির, বিশ্বজিৎ মজুমদার, সাংবাদিক  মাসুদ বিন সাইদ সহ অন্যান্যরা।
বিকাল ৬.১৫ মিনিটে বর্নমাউথ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যায় ৯.৩০ মিনিটে লন্ডন পৌঁছে যাত্রা সমাপ্তি ঘোষণা করে সংগঠনের সভাপতি জনাব, নুর মোহাম্মদ কচি,তিনি সুশৃংখলভাবে ভ্রমণটি আয়োজনে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জানান। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন