জিবি নিউজ 24 ডেস্ক //
বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২২ আগস্ট) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছে।
ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়, অভিষেক বচ্চন কিছুদিন আগে হাতে চোট পান। তার ডান হাতের আঙুলে ব্যান্ডেজ করা হয়েছে। তবে, এই অভিনেতার শারীরিক অসুস্থতা নিয়ে কেউ কোনো বক্তব্য দেননি।
রাতেই তাকে হাসপাতালে দেখতে যান অমিতাভ বচ্চন ও শ্বেতা বচ্চন। ফিল্মফেয়ার জানিয়েছে, তাদের হাসপাতাল থেকে বের হতে দেখা গেছে।
এদিকে অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন 'পন্নিইন সেলভান' সিনেমার শুটিংয়ে থাকার কারণে মধ্যপ্রদেশে অবস্থান করছেন বলে তাকে দেখতে যেতে পারেননি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন