জিবি নিউজ 24 ডেস্ক //
জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, আফগানিস্তানে তালেবানকে সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নিকি হ্যালি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তালেবানের কাছে বাগরাম বিমান ঘাঁটি সমর্পণ করেছে, যা ন্যাটো কেন্দ্র ছিল। তারা সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সমর্পণ করেছে। এটি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ। তারা তাদের সঙ্গে আলোচনা করেনি।
তিনি বলেন, জো বাইডেনের প্রশাসন মার্কিন নাগরিকদের আফগানিস্তানে ফেলে এসেছে। প্রকৃতপক্ষে তাদের সরিয়ে নেওয়ার আগে তারা সেনাদের সরিয়ে নিয়েছে।
এছাড়া, তারা আফগান মিত্রদের ফেলে এসেছেন যারা আমার স্বামীর মতো লোকদের নিরাপত্তা দিয়েছিল। নিকি হ্যালি ৩১ আগস্টের সময়সীমা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন