জিবি নিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিনব কায়দায় ছিনতাই এর ঘটনা ঘটেছে৷ সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের লালবাগ আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে৷
ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে অটোরিক্সার গতিরোধ করে মটরসাইকেল দিয়ে ফিল্মী কায়দায় ঘটনাটি ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
এসময় একই ইউনিয়নের উত্তর উত্তরসুর গ্রামের সারজিনা আক্তারের একলাখ ত্রিশ হাজার টাকা এবং তার প্রতিবেশী জুলি বেগমের দশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা৷
ভুক্তভোগী সারজিনা আক্তারের স্বামী দিলদার মিয়া জানান, গত বৃহস্পতিবারে তারা বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) আশা থেকে ঋণ গ্রহণ করে সেই ঋণের টাকা তুলতে আজ আমি ও আমার স্ত্রী ডাচ বাংলা ব্যাংকের স্থানীয় শাখায় যাই৷ সেখানে আমাদের সাথে ওই সংস্থার আমাদের কেন্দ্র সভাপতি জুলি বেগমও ছিলেন৷ টাকা তুলে বাসায় ফেরার পথে লালবাগ এলাকার রাস্তার পাশের একটি পুকুরের সামনে আসলে পেছন থেকে একটি মটরসাইকেল বেপরোয়াভাবে এসে আমাদের রিক্সার গতিরোধ করে৷ তারপর চাপাতি বের করে আমার স্ত্রীর টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। পাশাপাশি জুলি বেগমের ব্যাগে থাকা দশহাজার টাকা ও তার স্মার্টফোনটিও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়৷
তিনি বলেন, মটরসাইকেলে তিনজন আরোহী ছিলো তাদের মধ্যে একজন হেলমেট পরা ছিলো, একজনের মুখে মাস্ক ছিলো এবং আরেকজনের মুখে মাস্ক হেলমেট কিছুই ছিলো না৷ ছিনতাইকারীদের বয়স ২৫ থেকে ৩০ বছর বয়সের মধ্যে বলে জানান তিনি৷
এদিকে ঘটনাস্থলের অদূরে থাকা একটি সিসিটিভি ফুটেজ সিলেটটুডের কাছে এসেছে। সেই ফুটেজে দেখা যায় ছিনতাইকারীরা একটি মটপসাইকেলযোগে ভুক্তভোগীদের পেছন পেছন আসছিলো৷ ছিনতাই শেষে পালিয়ে যাওয়ার সময় মটরসাইকেলটি খুব দ্রুত গতিতে চলে যায়৷
ভুক্তভোগী দিলদার মিয়া জানান, তিনি একজন মৎস্য ব্যবসায়ী৷ গরু কিনে সংসারে স্বচ্ছলতা ফেরানোর জন্য আশা থেকে ঋণটি নিয়েছিলেন। এখন কিভাবে আমি ঋণটি পরিশোধ করবো সেই চিন্তা করছি আর এই ঘটনার পর কিস্তি পরিশোধের চিন্তায় আমার স্ত্রী অসুস্থ হয়ে পরেছেন৷
এদিকে ঘটনার পর থেকেই ভুক্তভোগী সারজিনা আক্তার অসুস্থ হয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন৷
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, আমরা ঘটনাটি শোনার পর অই এলাকার একটি সিসিটিভি ফুটেজ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল ঘুরে এসেছে। এই বিষয়ে তদন্ত চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন