জিবি নিউজ 24 ডেস্ক //
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। বিষয়টি আগেই জানিয়েছিলেন তিনি। তবে এবার করলেন আংটি বদল। পাত্র প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মোহসিন মেহেদী।
সোমবার (২৩ আগস্ট) হঠাৎ ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট দেন ন্যান্সি। সেখানে লিখেছেন ‘গট এনগেজড’। আর সেখানে তিনি উল্লেখ করেছেন মোহসিন মেহেদি নামের একজনের সঙ্গে তার ইনগেজ হয়েছে। সেই আইডিতে গিয়ে প্রোফাইলে দেখা যায় দুজনের আংটি বদলের ছবি।
এর আগে বিভিন্ন সময় কাজ করেছেন রেডিও টুডে, রেডিও আমার, রবি ইয়ন্ডার মিউজিকে।
ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সেই সংসারজীবনের ইতি টানেন তিনি। ন্যান্সী পরে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। গত ২ এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন