মৌলভীবাজার প্রতিনিধি ॥
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অলিম্পিয়াড-২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ২৫ আগস্ট রাত সাড়ে ৮ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যেমে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব মোঃ মাহবুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।
অলিম্পিয়াড এর চ্যাম্পিয়ন হয়েছে, শ্রীমঙ্গল উপজেলার দি বার্ডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ ও রানাআপ হয়েছে কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। সমাপনী অনুষ্ঠানে, জেলা প্রশাসনের কর্মকতা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন