আফগান নারী এমপিকে ফেরত পাঠিয়েছে ভারত

জিবি নিউজ 24 ডেস্ক //

তালেবানের হাতে কাবুলের পতনে দিল্লিতে আসা আফগানিস্তান পার্লামেন্টের এক নারী সদস্যকে পাঁচ দিনের মাথায় ফেরত পাঠিয়েছে ভারত।

আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের ওলেসি জিরগার এমপি রঙ্গিনা কারগার জানান, গত ২০ আগস্ট ইস্তানবুল থেকে দুবাইয়ের একটি বিমানে দিল্লি বিমানবন্দরে পৌঁছান তিনি। কূটনৈতিক পাসপোর্ট থাকায় ভিসা ছাড়াই ভারতে পৌঁছাতে পারেন তিনি। তবে সেখান থেকেই তাকে আফগানিস্তান ফেরত পাঠানো হয়।

 

১১ বছর ধরে পার্লামেন্ট সদস্য রঙ্গিনা কারগার । দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানান, আগেও বহুবার ভারতে গিয়েছেন তিনি। সেই একই পাসপোর্ট দিয়ে দিল্লি প্রবেশ করেন তিনি। তবে আগে কোনও সমস্যা না থাকলেও এবার ভারতীয় অভিবাসন কর্মকর্তারা তাকে অপেক্ষা করতে বলেন। পরে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে দুই ঘণ্টা পর একই বিমানে তাকে ইস্তানবুলে ফেরত পাঠানো হয়।

৩৬ বছর বয়সী রঙ্গিনা কারগারের অভিযোগ, ‘আমার সঙ্গে অপরাধীর মতো আচরণ করে ফেরত পাঠানো হয়। দুবাইয়ে আমার পাসপোর্ট দেওয়া হয়নি আমাকে। ইস্তানবুলে নামার পর সেটা দেওয়া হয়েছে। তিনি বলেন, তারা আমার সঙ্গে যেটা করলো সেটা ঠিক করলো না। কাবুলের পরিস্থিতি বদলে গেছে আর আমি আশা করেছিলাম ভারত সরকার এক আফগান নারীকে সাহায্য করবে। ফেরত পাঠানোর কোনও কারণ আমাকে জানানো হয়নি।’

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রঙ্গিনা কারগারের সঙ্গে এই ধরনের কোনও ঘটনার বিষয়ে তারা অবগত নন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন