মোফাদ আহমেদ ।।
মৌলভীবাজার জেলার সমাজ উন্নয়নে আত্মনিবেদিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন(রহ:) ইসলামী সোসাইটি (বিআইএস)কে মিহির র্ফামেসীর সত্বাধীকারি সুধেন্দু পোদ্দারের পক্ষ থেকে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয় ।
করোনায় আক্তান্ত ও উৎসর্গকারী যারা নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন তাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করার মহৎ উদ্দেশ্য নিয়ে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির (বিআইএস) মৌলভীবাজার কে অক্সিজেন সিলিন্ডার প্রদান ।
মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডস্থ বেড়িরপাড় সংগঠনের কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন সুবেন্দু পোদ্দার ও ছেলে সৌরভ পোদ্দার সূর্য এবং ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম।
এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা দাফন কাফন ও সৎকার টিমের টিম লিডার মোহাম্মদ আশরাফুল খাঁন রুহেল, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, অর্থ সচিব নাজমুল হোসাইন, দফতর সচিব সিরাজুল হাসান, , জেলা অক্সিজেন সার্ভিস টিম লিডার মোহাম্মদ সোহানুর রহমান সোহান, নির্বাহী পরিচালক আদনান ইমন । দাফন-কাফনও সৎকার টিমের টিম মেম্বার মারুফ আহমদ খান পাভেল, রেজাউল ইসলাম সাকিব, নাঈম আহমেদ সানি।
এসময় সুধেন্দু পোদ্দার বলেন,মূলত আমার ছেলে আমেরিকা প্রবাসী সৈকত পোদ্দারের আর্থিক অনুদানে এই ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয় ।
তিনি আরও বলেন,শেখ বোরহান উদ্দিন র. ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলবীবাজার জেলায় এমন একটি সংঘটন যারা দীর্ঘদিন যাবত ধর্ম-বর্ণ নির্বিশেষে করোনা রোগীদের অক্সিজেন সেবা প্রদান করে আসছে। সংঘটনটি স্বেচ্ছায় যারা অক্সিজেন সিলিন্ডার প্রদান করে তাদের থেকে সংগ্রহ করে প্রয়োজন অনূযায়ী মূমুর্ষু রোগীদের সরবরাহ করে থাকে। আর এই মহৎ কাজে অংশগ্রহন করতে পেরে আমরা অনেক আনন্দিত বোধ করছি ।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন,দেশের মানুষের প্রতিটি সংকটময় মুহূর্তে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি পাশে ছিল,পাশে থাকবে ।
এই ফ্রি অক্সিজেন হোম সার্ভিস সেবার কার্যক্রম শুরু করেছে। ফোন দিলে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির কর্মীরা বিনামুল্যে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিবে অক্সিজেন সিলিন্ডার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন