জিবি নিউজ কেমডেন ||
গত ২৬শে আগষ্ট ২০২১,বৃহস্পতিবার,বিকেল ৪:৩০ মিনিটে দারুল কেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাষ্ট কর্তৃক সমার টাউন ইসলামিক এডুকেশন সেন্টার,কেমডেন এ ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্টান অনুষ্টিত হয়।এতে সভাপতিত্ব করেন, জনাব মাহমুদ মিয়া,সভাপতি,দারুল কেরাত কমিটি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব হযরত মৌলানা আশফাকুর রহমান,জেনারেল সেক্রেটারী,কারী সোসাইটি।অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,জনাব আব্দুল হান্নান তরফদার,সভাপতি,সমার টাউন ইসলামী এডুকেশন সেন্টার,কোষাধক্ষ, জনাব আব্দুল মালিক,ডাইরেক্টর জনাব ময়নুল হক।অনুষ্ঠানের বিভিন্ন পর্বের পরিচালনায় ছিলেন সম্মানীত শিক্ষকবৃন্দের মধ্যে,জনাব রাফি আহমদ,জনাব আবিদ আলি,জনাব শাহ আব্দুল মাজেদ,জনাব সৈয়দ ইব্রাহিম,জনাব শাহ মাজেদা,জনাব শাহ ও জনাব আব্দুল ওয়াদুদ প্রমুখ।
অনুষ্টানে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং ফলাফলের ভিত্তিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।অনুষ্টানে বক্তারা বলেন,এ ধরণের প্রতিযোগিতার আয়োজন ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা যোগাবে এবং ইসলামী শিক্ষার প্রসারে সহায়ক ভূমিকা রাখবে।বক্তারা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন শিক্ষক,ছাত্রছাত্রী,অভিভাবক ও মুসল্লীদের উপস্থিতিতে পুরো অনুষ্টান ছিলো অত্যন্ত সফল।সার্বিক সহযোগিতায় ছিলেন সমার টাউন ইসলামী এডুকেশন সেন্টারের স্বেচ্ছাসেবক জনাব মো: হাবিব,জনাব মো: জালাল,জনাব মো: রিপনসহ অন্যান্যরা।সবশেষে উপস্থিত সকলকে হালকা খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন