মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে টাকার জন্য বন্ধুকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করার অপরাধে ঘাতক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক বন্ধুর নাম- বিল্লাল হোসেন (৩২)। সে জেলার দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের মুকতইল হোসেনের ছেলে। আজ রবিবার (২৯ আগষ্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাঘারে পাঠানো হয়েছে। ভোরে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে ঘাতক বন্ধু বিল্লাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে ফিরোজ মিয়া জামিনদার হয়ে তার বন্ধু বিল্লাল হোসেনকে স্থানীয় একটি এনজিও থেকে মোটা অংকের ঋন নিয়ে দেয়। কিন্তু সেই টাকা ফেরত দিতে চাপ সৃষ্টি করলে ঘাতক বন্ধু বিল্লাল হোসেন ও তার লোকজন ফিরোজ মিয়াকে রাতের আধারে তুলে নিয়ে হাত-পা বেঁধে হত্যার চেষ্টা করে। ওই সময় ফিরোজ চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসলে ঘাতক বন্ধু বিল্লাল ও তার লোকজন পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় ফিরোজ মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর সাংবাদিকদের বলেন- টাকার জন্য বন্ধু হয়ে বন্ধুকে হত্যার চেষ্টার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় বিল্লাল হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন