মেসির মঞ্চে নায়ক এমবাপ্পে

জিবি নিউজ 24 ডেস্ক //

রোববার মধ্যরাতে রেইমসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামে প্যারিস সেইন্ট জার্মেই। আর এই ম্যাচ দিয়েই শেষ হলো অপেক্ষার প্রহর। লিওনেল মেসির অভিষেক ঘটল পিএসজির জার্সিতে। আর সেই ম্যাচেই জোড়া গোল করে প্যারিসিয়ানদের জয় এনে দিলেন কিলিয়ান এমবাপ্পে।

বার্সেলোনার মেসি পিএসজির হয়েছেন অনেক আগেই। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ভেঙে পিএসজিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। কিন্তু পিএসজির মেসিকে মাঠে দেখা যায়নি এর আগে। পিএসজি সমর্থকদের সেই আক্ষেপ ঘুচল অবশেষে। ফ্রান্স লিগ ওয়ানের ম্যাচে আজ রাতে রেইমসের বিপক্ষে ম্যাচের ৬৬তম মিনিটে নেইমার জুনিয়রের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি।

 

রেইমসের মাঠে ম্যাচের ১৬তম মিনিটে ডান দিক থেকে ভেসে আসা অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে লাফিয়ে উঠে হেড করে প্রথম গোল করেন কিলিয়ান। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্ট থেকে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। শেষ পর্যন্ত ওই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা।

এই জয়ে লিগ ওয়ানের প্রথম চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নেইমার, মেসি রামোসদের দল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাঞ্জার্স। সমান ম্যাচে তিন ড্র আর এক হারে তিন পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে রেইমস।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন