জিবি নিউজ 24 ডেস্ক //
ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ জন সেনা সদস্য নিহত ও আহত হয়েছেন ৬০ জন। সৌদি নেতৃতাধীন ঘাঁটিতে এ হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের সেনা কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।
রোববার (২৯ আগস্ট) আল আনাদ নামে সামরিক ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালায় বিদ্রোহীরা। প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিদ্রোহীদের পক্ষ থেকে এ হামলার ঘটনায় এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০১৪ সাল থেকে দেশটিতে হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে সৌদি জোটের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন