সুনামগঞ্জ প্রতিনিধি:-
ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সুনামগঞ্জ জেলা জেলা ছাত্রদলের আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করতে গেলে খামারাখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়।
পরে সেখানেই জেলা ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক মো.রায়হান উদ্দিন,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম,সদস্য সচিব মো.তারেক মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত কেন্দ্রীয় নেতাকর্মীসহ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন