পূর্ব লন্ডনের বায়তুল আমান জামে মসজিদের জন্য সাইকেল চালিয়ে ৩১ হাজার পাউন্ড সংগ্রহ

 জিবি নিউজ ডেস্ক ।।

লন্ডনের বায়তুল আমান জামে মসজিদের জন্য সাইকেল চালিয়ে ফান্ড রেইজ করে প্রায় ৩১ হাজার পাউন্ড সংগ্রহকারী ৫১জন তরুনকে সংবর্ধনা দিয়েছে সোনারগাঁও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সম্প্রতি বায়তুল আমান জামে মসজিদের জন্য ফান্ড রেইজ করে স্থানীয় তরুনরা। তাদের সম্মানতা দিতে গত ২৭ আগস্ট শুক্রবার আয়োজন করা হয় এক সভার। এসময় তরুনদের এই মহতি কাজের প্রশংসা করা হয়।

সাংবাদিক মোস্তাক আলী বাবুলের সভাপতিত্বে ও কাউন্সিলার শাহ সোহেল আমিন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র জন বিগস, কাউন্সিলার সাবিনা আকতার, কাউন্সিলার তারিক খান, সোনারগাঁও রেস্টুরেন্টের ডায়রেক্টর তোফাজ্জল আলম, মিসবা বিএস চৌধুরী, বায়তুল আমান মসজিদের সেক্রেটারী মনজুর আলী, এনটিভি ইউরোপের ডায়রেক্টর মোস্তফা সারোয়ার বাবু, সাইকেল রানের উদ্যোক্ত শাহ ময়নুল কবির ইমরান, আমির আলী, আয়ুব আলী, তছির আলী, কাজী আনহার, আরুজ মিয়া, কমিউনিটি নেতা সেবুল চৌধুরী, সুমন রহমান প্রমুখ।

সভায় বায়তুল আমান মসজিদের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করতে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন