আফগানিস্তান থেকে কুকুর-বিড়াল নিলেও মানুষ নিলেন না সাবেক ব্রিটিশ সেনা

জিবি নিউজ ডেস্ক ।।

সাবেক ব্রিটিশ সেনা সদস্য কর্মকর্তা পল পেন ফার্দিং আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি প্রাণী অভয়াশ্রম চালাতেন। গত শনিবার রাতে একটি ভাড়া করা বিমানে প্রায় দুইশ’ বিড়াল ও কুকুর নিয়ে কাবুল ছেড়েছেন তিনি। তবে বিড়াল-কুকুর নিয়ে গেলেও একজন স্থানীয় কর্মীও সঙ্গে নেননি তিনি।

১৫ বছর আগে আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীতে কাজ করা শেষে আফগানিস্তানে নওজাদ চ্যারিটি নামে একটি প্রাণী অভয়াশ্রম শুরু করেন পল পেন ফার্দিং। কাবুলে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তাকেসহ তার কর্মী ও তাদের পরিবারের নিরাপদে সরে যাওয়ার প্রস্তাব দেয় ব্রিটিশ কর্তৃপক্ষ।

তবে প্রাণীগুলোকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানান ফার্দিং। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালিয়ে ব্যাপক সমর্থন আদায়ে সক্ষম হন তিনি। তবে সমালোচনাও জোটে তার। অনেকেই মনে করেন আফগানিস্তান থেকে ১৫ হাজার আফগান ও ব্রিটিশ নাগরিক সরিয়ে নেওয়া থেকে মনোযোগ সরানোর চেষ্টা করেছেন তিনি।

তবে শেষ পর্যন্ত গত শুক্রবার ফার্দিংয়ের প্রাণীগুলোর জন্য একটি ভাড়া করা বিমানের ব্যবস্থা করে দিতে সক্ষম হয় ব্রিটিশ সেনাবাহিনী। প্রাণীগুলোকে বিমানে তুলতে সহায়তা দেয় তারা।

ফার্দিং এর মুখপাত্র ডোমিনিক ডায়ারের দাবি, তার আফগান কর্মীদের বিমানবন্দরে প্রবেশ করতে দেয়নি তালেবান। তিনি দাবি করেন, তারপরও এসব কর্মীদের যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চালিয়ে যাবে তারা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন