গোলাপগঞ্জ প্রতিনিধি: গতকাল সোমবার (৩০ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ২ জন আহত হয়েছেন। উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। আহত যাত্রী একজনের নাম শাহিন আহমদ (৪০)। সে কানাইঘাট কুয়ারপুল এলাকার বাসিন্দা। অপর জনের নাম জানা যায়নি এ রিপোর্ট লিখা পর্যন্ত।
পুলিশ জানায়, ঘুমন্ত অবস্থায় ছিলেন অটোরিকশার চালক। এসময় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশার চালক ও একজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন