গোলাপগঞ্জে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ২

গোলাপগঞ্জ প্রতিনিধি: গতকাল সোমবার (৩০ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ২ জন আহত হয়েছেন। উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। আহত যাত্রী একজনের নাম শাহিন আহমদ (৪০)। সে কানাইঘাট কুয়ারপুল এলাকার বাসিন্দা। অপর জনের নাম জানা যায়নি এ রিপোর্ট লিখা পর্যন্ত।

 

পুলিশ জানায়, ঘুমন্ত অবস্থায় ছিলেন অটোরিকশার চালক। এসময় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশার চালক ও একজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

 

গোলাপগঞ্জ মডেল থানার এসআই আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন