জিবি নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজারে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রুমানা ইসলাম এর সার্বিক নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
এসময় বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্য করে বাহিরে অবস্থান করায় ৮ ব্যক্তিকে ২হাজার ৩০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং দন্ডিত অর্থ তাৎক্ষনিক আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন