জিবি নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটক সংশ্লিষ্টদের নিয়ে পরিকল্পিত পর্যটনব্যব¯’া গড়েতুলতে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগষ্ট) সকালে শ্রীমঙ্গল টিহ্যাভেন রির্সোটের কনফারেন্স হলে উই মিন গ্রীণফাউন্ডেশন এর উদ্যোগে ও শ্রীমঙ্গল পর্যটন সেবাসংস্থার সার্বিক সহযোগীতায় আয়োজিত এ মতবিনিময় সভায় অনলাইনে সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন উই মিনগ্রীণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ ইশতিয়াক রেজা চৌধুরী।
এ সময় শ্রীমঙ্গলের পর্যটন শিল্পনিয়ে বক্তব্য উপ¯’াপন করেন শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, আবাসন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মো: মোসা, মৌলভীবাজার কেবল সিস্টেম এরপরিচালক ও মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ, বিএম এ শ্রীমঙ্গল শাখার সভা পতি ডা: হরিপদ রায়, একাত্তর টেলিভিশনের সিনিয়র রির্পোটার ফারহানা রহমান, শ্রীমঙ্গল শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল গ্র্যান্ড সেলিম রিসোর্ট এর চেয়ারম্যান সেলিম আহমদ।
এ সময় বক্তারা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সম্ভাবনাময় পর্যটন শিল্পের সমস্যা গুলোতুলে ধরেন। বিশেষ করে নি:শেষ হয়ে যাওয়া প্রকৃতি রক্ষায় সরকার ও স্থানীয়দের যৌথ উদ্যোগের প্রয়োজনীতার বিষয়টি গরুত্ব সহকারে উঠে আসে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন