জিবি নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজার পৌরসভাকে ফুলের শহরে রূপান্তরিত করার লক্ষ্যে পৌর সভার উদ্যোগে মাসব্যাপী ফুলগাছ রোপন এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে শহরের মেয়র চত্বরে মাসব্যাপী ফুলগাছ রোপনে উদ্বোধন করা হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে ও উপসহকারী প্রকৌশলী রনধীর রায় এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এর সাবেক সভাপতি ডাক্তার এম এ আহাদ,বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মো মোসাহিদ আহমদ চুন্নু ।
বক্তব্য রাখেন,পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আব্দুল খালিক, জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার ইলেক্ট্রনিক মিডিয়ার জানালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সামাজিক সংগটন ভয়েস অব মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক বকশী মিজবাউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৌর সভার সম্মুর্খে পুকুরপাড়ে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়।
এসময় পৌর কাউন্সিলর,মহিলা কাউন্সিলর, সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন