কভিড-১৯ হিরো জামাল আহমেদ খান

gbn

আনসার আহমেদ উল্লাহ 

 

কভিড-১৯ করোনাভাইরাস মহামারিতে কমিউনিটির বিভিন্ন মানুষকে এবং এন এইচ এস স্টাফদের সহায়তায়র জন্য বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট সবার পরিচিত জামাল আহমেদ খানকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটস কমিউনিটি চ্যাম্পিয়ন ২০২১ এওয়ার্ড প্রদান করেন টাওয়ার হ্যামলেটস এর মাননীয় স্পীকার আহবাব হোসেন, জি এল এ মেম্বার উন্মেষ দেশাই, সহ অন্যান্য কাউন্সিল বৃন্দ। 

 

গত ৩০ অগাস্ট ক্রস হারবার কমিউনিটি ফান ডে উপলক্ষে ইস্ট লন্ডনের সর্ব বৃহৎ আজদা সুপার মার্কেটে এ এ ফান ফেয়ারের আয়োজন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।   টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাননীয় স্পীকার আহবাব হোসেনের তত্বাবধানে এবং গ্রেটার লন্ডন অথরিটি, অসবর্ন বিছ, লন্ডন টি এক্সেন্জ এবং আজদা সুপার মার্কেটের সহযোগিতা হাজার হাজার মানুষের উপস্হিতিতে কভিড-১৯ হিরোদের টাওয়ার হ্যামলেটস কমিউনিটি চ্যাম্পিয়ন ২০২১ এওয়ার্ড তুলে দেওয়া হয়। 

 

কভিড-১৯ করোনাভাইরাস মহামারিতে বিভিন্ন সেক্টরে জীবনের ঝুঁকি নিয়ে যেসব প্রতিষ্ঠান এবং ব্যাক্তি কাজ করেছেন সেই সব প্রতিস্ঠান এবং ব্যাক্তিকে টাওয়ার হ্যামলেটস  কাউন্সিল টাওয়ার হ্যামলেটস কমিউনিটি চ্যাম্পিয়ন এওয়ার্ড প্রদান করে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।   করোনা মহামারির সময়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিটির সেবা করায় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে  কমিউনিটি চ্যাম্পিয়ন এওয়ার্ড যারা পেয়েছেন তাদের মধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে ফান্ড রেইজ করেছেন, সচেতনতা সৃষ্টি এবং দারিদ্র ও হোমলেসদের মধ্যে খাদ্য বিতরন, ফান্ড রেইজ করাসহ মহতি কাজের জন্য এওয়ার্ড প্রদান করা হয়।  

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন