জিবিনিউজ 24 ডেস্ক //
বেসরকারি উদ্যোগে সিলেটে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম কারিগরি বিশ্ববিদ্যালয়।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনুমতি প্রদান করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সম্মতি দেনে।
জানা যায়, নতুন এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নাম হচ্ছে ‘আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি’। যার উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হচ্ছেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘রিচার্স ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট (আরটিএম) ইন্টারন্যাশনাল’- এর প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হবে সিলেট নগরীর টিবি গেইট এলাকার আরটিএম কমপ্লেক্সে।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে এর শিক্ষা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, এর আগে দেশে বেসরকারি উদ্যোগে কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা হলেও কোনো কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন