সৌদির সঙ্গে চতুর্থ দফা আলোচনা হবে বাগদাদে: ইরান

জিবি নিউজ 24 ডেস্ক //

ইরান ও সৌদি আরবের মধ্যে চতুর্থ দফা আলোচনা ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত হবে। ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে এ পর্যন্ত তিন দফা আলোচনা হয়েছে। চতুর্থ দফা আলোচনাও অনুষ্ঠিত হবে। ইরান ও সৌদি আরবের মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক নেই।

ইরাকের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে ইরানি রাষ্ট্রদূত বলেন, ইরাকি জনগণের সঙ্গে ইরানের দৃঢ় সম্পর্ক রয়েছে। তেহরান যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে ভূমিকা রাখবে বলেও তিনি জানান।

 

তিনি আরো বলেন, ইরাকে বিদ্যুৎ সংকট বিরাজ করছে। এ ক্ষেত্রে শুধু ইরানই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইরাকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর জন্য ইরান বার্ষিক চার কোটি ৭০ লাখ ঘনমিটার গ্যাস রপ্তানি করে থাকে। ইরাক অনিয়মিতভাবে গ্যাসের মূল্য পরিশোধ করে থাকে।

ইরাজ মাসজেদি বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে সংগ্রামে ইরান সব সময় ইরাকের পাশে ছিল এবং এখনও আছে। ইরাকের বিপুল সংখ্যক ছাত্র ইরানের বিশ্ববিদ্যালয়গুলো অধ্যয়ন করছে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন