মৌলভীবাজার প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বিকাল চার ঘটিকায় শহরের ইসলামপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সহ সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ সম্পাদক জনাব মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন বাদশা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, মৌলভীবাজার পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান, জেলা বিএনপির সদস্য সামছুল হক সামা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন