এনামুল হক আলম
মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুলের আয়োজনে ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাবিক সহযোগিতায় মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুল বড়কাপন শাখার শুভ উদ্বোধন।
শুক্র বার ০৩ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায়, মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়াড কাউন্সিলর সাহেবে বাসভবন বড়কাপন মৌলভীবাজার ।
শিক্ষানুবিশ আইনজিবি জগদীশ দাস তালুকদা এর সঞ্চালনায়,
প্রতিষ্টাতা ও প্রধান প্রশিক্ষক সেনসি মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ কাউন্সিলর ৯নং ওয়াড মৌলভীবাজার পৌরসভা, মাদার তেরেসা গোল্ডেন ত্র্যাওয়ার্ড প্রাপ্ত ।
বিশেষ অতিথি মো:আসাদ হোসেন মককু কাউন্সিলর ২নং ওয়াড মৌলভীবাজার পৌরসভা,
বিশেষ অতিথি সৈয়দ সেলিম হক ( প্যানেল মেয়র-২ ) কাউন্সিলর ৮নং ওয়াড মৌলভীবাজার পৌরসভা ।
সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুলের বিভিন্ন শাখার ছাত্র-ছাত্রী ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্তিত ছিলেন ।
এসময় ছাত্র-ছাত্রীরা কারাতে বিভিন্ন কলাকৌশল প্রর্দশন করেন।
সেনসি মোহাম্মদ ইমরান
প্রতিষ্টাতা ও প্রধান প্রশিক্ষক
মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুল
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন