অপূর্বর বিয়ে, সাবেক স্ত্রী বললেন মাশাআল্লাহ

জিবি নিউজ 24 ডেস্ক //

যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। মঙ্গলবার পারিবারিক আয়োজনে দুইজনের মধ্যে আংটি বদল হয়েছে। বুধবার বিয়ে করছেন নাটকের এই তারকা। অপূর্বর বিয়ে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। লিখেছেন, ‘চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ্...।’

সেই সঙ্গে নব দম্পতিকে শুভেচ্ছাও জানান অদিতি। লিখেন, Best wishes for the newly wedded

 

তার স্ট্যাটাসটির স্ক্রিনশট এখন ফেসবুকে ভাইরাল। বুধবার দুপুরের দিকে দেয়া অদিতির স্ট্যাটাসটি আর দেখা যাচ্ছে না তার ফেসবুক ওয়ালে।

স্ট্যাটাসটি তিনি দিয়েছিলেন কি না জানতে যোগাযোগ করা হয় অদিতির সঙ্গে। তিনি বলেন, ‘স্ট্যাটাসটি আমারই, কিন্তু এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।’

২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অপূর্বর সঙ্গে বিয়ে হয় অদিতির। আয়াশ নামে তাদের এক পুত্রসন্তানও রয়েছে। তবে টিকেনি সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বছরের মে মাসে ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই দম্পতি। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুখে লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।

এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন। পরের বছর ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের।

ফের বিয়ে নিয়ে অপূর্ব বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের বিয়ে, কিন্তু অনেক মিডিয়াতে লিখছে আমার হলুদ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এমন কিছু না। বিয়ে তো সামাজিক ব্যাপার, এখানে গোপন করার বা লুকোচুরির কিছু নেই। আর আমার পক্ষে তো চুপিসারে বিয়ে করা সম্ভবই না। পারিবারিকভাবেই বিয়ে করছি আমরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন