যেভাবেই হোক না কেন, জয়টাই মুখ্য: রিয়াদ

জিবি নিউজ 24 ডেস্ক //

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে এসে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে বাংলাদেশ। ৪ রানের এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

শেষ ২ বলে সফরকারীদের দরকার পড়ে ৮ রান। তবে আর ভুল করেননি মোস্তাফিজুর। শেষ দুই বলে মাত্র ৪ রান দিয়ে জয়ের ধারাবাহিকতায় রাখলেন দলকে। ৪ রানের জয় নিশ্চিত হয় টাইগারদের।

 

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ জয়ের পর মোস্তাফিজের খেই হারানো প্রসঙ্গটিই টানলেন মাহমুদউল্লাহ। বললেন, হ্যা, টি-টোয়েন্টিতে এমন প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবেই। এমন ম্যাচ জিততে পেরে ভালো লাগছে। যেভাবেই হোক না কেন, জয়টাই মুখ্য। মোস্তাফিজ তার স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। নয়ত আমরা হারতেই বসেছিলাম। এটা অস্বাভাবিক লাগলেও মোস্তাফিজের ওপর আমার পূর্ণ ভরসা ছিল। সে পেরেছে।

তিনি বলেন, এছাড়া নতুন বলে মাহাদী দুর্দান্ত বল করেছে।ধারাবাহিকভাবেই দারুণ বোলিং করছে সে। দলকে দ্রুতই ব্রেক থ্রু এনে দিচ্ছে। রান কম দিচ্ছে। আজ উইকেটও পেয়েছে। আমি সবসময় বিশ্বাস করি যে আমরা এই সংস্করণের ভালো দল। আমাদের ওই আত্মবিশ্বাসটা দরকার ছিলো। জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে পেরে আমরা খুব খুশি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন