জিবি নিউজ 24 ডেস্ক //
তুরস্কে একটি মালবাহী ট্রেন এবং একটি মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত ও আহত হয়েছে আরো ৮ জন।
শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে।
তুরস্কের বার্তা সংস্থা ডেমিরোরেন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ওই বার্তা সংস্থা জানায়, তেকিরদাগ প্রদেশের এরগেন রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে কেরকেজকয় শহরের দিকে যাত্রা করা একটি মালবাহী ট্রেনের সঙ্গে কারখানার শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় নিহতদের সবাই মিনিবাসের যাত্রী। কীভাবে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। সামাজিক মাধ্যমে ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজ ছড়িয়ে পড়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন