ইরাকে সন্ত্রাসী হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত

জিবি নিউজ 24 ডেস্ক //

ইরাকের উত্তরাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ইরাকের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, কিরকুক শহরের ৬৫ কিলোমিটার দক্ষিণে আল রাশাদ এলাকায় হামলাটি চালানো হয়। খবর এএফপির

 

নাম প্রকাশ না করার শর্তে ইরাকি পুলিশের ওই কর্মকর্তা বলেন, তল্লাশি চৌকিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়েছে। হামলায় হতাহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

পুলিশের ওই কর্মকর্তা আইএসকে দায়ী করলেও সংগঠনটি এখনও পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। অন্য কোনো সংগঠনও হামলাটির দায় নেয়নি।

তবে সাম্প্রতিক সময়ে ইরাকে ভয়াবহ সব জঙ্গি হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএসের বিরুদ্ধে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন