তারা সৌভাগ্যবান যারা আপনাকে পেয়েছে: ববি

জিবি নিউজ 24 ডেস্ক //

নায়ক সালমান শাহর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে সালমান শাহ’র ঝুলন্ত লাশ পাওয়া যায়। এই দিনে সালমান শাহকে স্মরণ করছে গোটা ইন্ডাস্ট্রি ও সিনেমাপ্রেমী অগণিত মানুষ।

মৃত্যুবার্ষিকীতে প্রয়াত এই নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা ববি হক।

 

সালমান শাহকে স্মরণ করে নিজের ফেসবুক পেজে ববি লেখেন, ‘হিরোর পরিপূর্ণ উদাহরণ আপনি। তারা সৌভাগ্যবান যারা আপনাকে পেয়েছে, আর আমরা রয়ে গেলাম দুর্ভাগাদের কাতারে। কিন্তু অন্তরের অন্তস্তল থেকে সবসময়ই আপনি ছিলেন, আছেন, থাকবেন। আপনার প্রতিটি লুক, স্টাইল, অভিনয়ের অনুকরণ করেই প্রতিনিয়ত তৈরি হবে নতুন নতুন চরিত্র। বেচে থাকুন সবার মাঝে আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে উজ্জ্বলতম তারকা হয়ে।’

উল্লেখ্য, মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। তার অধিকাংশ সিনেমাই দর্শকনন্দিত এবং ব্যবসাসফল হয়েছিল। কিন্তু এই নায়কের অকাল মৃত্যু আজো মেনে নিতে পারেননি তার ভক্তরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন