গোলাপগঞ্জে শিক্ষক কোর্স পরিদর্শন করলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা

গোলাপগঞ্জ প্রতিনিধি: উচ্চশিক্ষায় দেশের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দক্ষ শিক্ষকের অভাব। দক্ষতা ও পেশাগত প্রশিক্ষণ ভালো শিক্ষক হওয়ার অন্যতম হাতিয়ার। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) এর উদ্যোগে ৪৫তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স অন টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ দক্ষ শিক্ষক সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির।

গতকাল সোমবার বিকেল ৩টায় ৬দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দ্বিতীয় দিনে পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেছেন। এসময় তাহার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, এমসি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দাস, টিচার ট্রেইনার মিজানুর রহমান, কামরুল আহসান, নুরুল ইসলাম প্রমুখ।

এদিকে গত শনিবার সকাল ১০ টায় গোলাপগঞ্জ সরকারি এম.সি একাডেমি এন্ড স্কুলের একটি হলরুমে এম.সি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার তালুকদারের সভাপতিত্বে টিচার ট্রেইনার মিজানুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর ড. শাহ মোঃ আমির আলী বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল। এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মাস্টার আব্দুল হামিদ, নাছিমা বেগম, জিন্নুর আহমদ চৌধুরী, নাজমুল হক, আজিজ খান, খলিলুর রহমান, হাবিবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন