মন্ত্রীরাও সম্পদের হিসাব জমা দেবেন

জিবি নিউজ 24 ডেস্ক //

সরকারি কর্মকর্তাদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও সম্পদের হিসাব জমা দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের বিএসআরএফ মিলনায়তনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি মন্ত্রীদের সম্পদের হিসাব দেওয়া উচিত। সরকারের এক মেয়াদে মন্ত্রীরা চাইলে দু’বার সম্পদের হিসাব দিতে পারবেন।

তিনি বলেন, আমরা প্রতি বছর রিটার্ন জমা দিয়ে থাকি। সম্পদের হিসাবও দেওয়া যায়। এখন থেকে আমি আমার সম্পদের হিসাব জমা দেবো। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি মন্ত্রীরাও সম্পদের হিসাব জমা দেবেন। সাংবাদিকরা চাইলে তথ্য অধিকার আইনে সম্পদের হিসাব চাইতে পারেন।

মন্ত্রী বলেন, প্রতি তিন বছর পর পর সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার নিয়ম থাকলেও অতীতে কোনও সরকারের আমলে সেটা হয়নি। আওয়ামী লীগ সরকারই বলেছে, সবাইকে নিয়মিত সম্পদের হিসাব দিতে হবে। এজন্য প্রতিটি মন্ত্রণালয়ে, দপ্তরে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি এখন থেকে তারা নিয়মিত সম্পদের হিসাব জমা দেবেন।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম সভাপতি তপন বিশ্বাস এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসউদ উল হকের সঞ্চালনায় সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়াসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন