দুতাবাসের মাধ্যমেই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে-লন্ডনে পররাস্ট্রমন্ত্রী

জিবি নিউজ 24 ডেস্ক //

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই যুক্তরাজ্যসহ প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ আবারো শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। প্রবাসীদের জায়গা জমির সমস্যা সমাধানে অনলাইন রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ আয়োজিত এক সভায় এসব কথা বলেন যুক্তরাজ্য সফররত ডক্টর মোমেন। প্রবাসীদের দ্রুত সার্ভিস দিতে দূতাবাস কর্মকর্তাদের আরো প্রশিক্ষনে উপর গুরুত্বারোপ করেন তিনি।

সংগঠনের সভাপতি আশিকুর রহমান আশিক। সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আনসার ও টিভি উপস্থাপক ফারহান মাসুদ খানের পরিচালনায় শুরুতে বক্তব্য রাখেন ড. মোমেন।
সমাবেশে দূতাবাসের সেবার মান নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। বক্তাদের সাথে একমত পোষন করে পররাস্ট্রমন্ত্রী মোমেন। তবে সেবার মান আগের চেয়ে উন্নত হয়েছে বলেও দাবি তার। দূতাবাসের সেবার মান আরো গতিশীল করতে নতুন আরেকটি ভবন কেনা হচ্ছে বলেও এ সময় জানান তিনি।

সমাবেশে প্রবাসীদের জায়গা-সম্পত্তি বেহাত হচ্ছে বলে উঠা অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, এর সাথে প্রবাসীদের স্বজনরাই জড়িত। তারপরও এই সেক্টর আধুনিকায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে মূলতঃ নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীরা অংশ নেন। অনুষ্ঠানে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন