টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের ‘হ্যাটট্রিক’ বাংলাদেশের

জিবি নিউজ 24 ডেস্ক //

জিম্বাবুয়ের পর ক্যাঙ্গারু, আর এবার কিউই পাখি শিকার। বাঘের থাবা থেকে রেহাই মিলছে না কারোরই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। এ নিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুললো বাংলাদেশ।

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলো বাংলাদেশ। তারপর দেশে এসে অস্ট্রেলিয়াকে হারায় ৪-১’এ। এবার নিউজিল্যান্ডকেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারিয়েছে টাইগাররা।

 

বুধবার মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের মাত্র ৯৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৬ উইকেট হাতে রেখে পায় সহজ জয়, নিশ্চিত করে সিরিজ।

পাঁচ ম্যাচ সিরিজে এখন ৩-১ ব্যবধানে এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শুক্রবার সিরিজের শেষ টি-টোয়েন্টি জিততে পারলে অস্ট্রেলিয়ার মতোই ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হবে স্বাগতিকদের।

শুধু এই তিন সিরিজে নয়। টি-টোয়েন্টিতে সর্বশেষ ৫ সিরিজ হিসেবে আনলে ৪টিতেই জিতেছে বাংলাদেশ। মাঝে নিউজিল্যান্ড সফরে হেরেছিলো ৩-০ ব্যবধানে। কিন্তু তার ঠিক আগের সিরিজেই ঘরের মাঠে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলো টাইগাররা। ওই সিরিজটি হয়েছিলো গত বছরের মার্চে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন